নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:০২। ১৪ মে, ২০২৫।

ঝর্ণা উপভোগ করলেন শ্রীলেখা

সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ঝর্ণার জলে শরীর ডুবিয়ে স্নান করলেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই ভিডিও পোস্ট করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাদা রঙের পোশাকে সফেদ জলে শ্রীলেখার অবগাহনের দৃশ্য মুগ্ধ করেছে নেটিজেনদের।

অভিনেত্রী জানিয়েছেন, উত্তরখণ্ডের নীরগড় ওয়াটারফলসে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানে নিজের স্নিগ্ধ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। যেটা শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

আরও পড়ুনঃ  ‘ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না’

শ্রীলেখার এই স্নানের ভিডিও দেখে অনেকেই অভিনেত্রীর সঙ্গে মন্দাকিনীর মিল খুঁজে পেয়েছেন। তবে নায়িকা স্পষ্টই জানালেন, ‘মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা ফুলে গিয়েছিল। কিন্তু সর্বশেষ…উফ! দারুণ! আমার সলো ট্রিপের ফটোগ্রাফার এয়ার বিএনবির ছেলেটি। না মানে কারো যদি সন্দেহ হয়। তাই আর কী!’

আরও পড়ুনঃ  ‘খারাপ সময়, আবেগ সবটাই অভিজ্ঞতা’

১৯৮৫ সালে মুক্তি পায় ‘রাম তেরি গঙ্গা মেইলি’ সিনেমা। এতে ‘সি-থ্রু’ (প্রায় স্বচ্ছ) শাড়ি পরে ঝরনা জলে স্নান করেন অভিনেত্রী মন্দাকিনী। অনেকটা সেরকম ঝরনার জলে স্নান করেন শ্রীলেখা। তাই মন্দাকিনীর কথা ক্যাপশনে স্মরণ করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীলেখা অভিনীত হিন্দি সিরিজ ‘কালা’। এতে অবিনাশ তিওয়ারির মায়ের চরিত্রে থাকছেন তিনি। অজিঙ্কা দেওয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রীকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।