নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৮:২৪। ১২ অক্টোবর, ২০২৫।

দীর্ঘদিন পর দেশে ফিরলেন মোনালিসা, দিলেন সুখবর

মে ১১, ২০২৪ ৭:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : এক সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন আলোচিত এই অভিনেত্রী।

করোনাকালীন সময়ের পর প্রথমবার ঢাকায় পা রাখলেন মোনালিসা। আর দেশে ফিরেই বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে কথা বলেছেন নিজের অভিনয়ে ফেরা প্রসঙ্গে।

 

মোনালিসা, বলেন, ‘আমি দেশকে মিস করি। আমি জানি আমার যারা ভক্ত আছেন তারাও মিস করেন। তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। এ কারণেই দেশে আসা। আমার ইচ্ছে আছে, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করব। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।’

আরও পড়ুনঃ  কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

এই অভিনেত্রী আরো বলেন, ‘একটা সময় আমি সবকিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব কিছুই। যখন আমি চিন্তা করলাম আমার লিমিট আরও অনেক বেশি, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, সেই সুযোগের জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি। কাজ করছি, দেশের জন্যই কাজ করছি।’

আরও পড়ুনঃ  হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

এসময় দেশের সমসাময়িক বিভিন্ন সিনেমা নিয়েও কথা বলেন এই তারকা। জানান, দেশের বাইরে থাকলেও প্রেক্ষাগৃহে গিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ সিনেমা উপভোগ করেছেন তিনি। একইসঙ্গে ‘তুফান’র টিজারও তাকে মুগ্ধ করেছে।

মোনালিসা বলেন, ‘আমি সুড়ঙ্গ দেখেছিলাম। প্রিয়তমাও দেখেছি। সম্প্রতি তুফানের টিজার দেখলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আশাবাদি, তুফান সিনেমা তুফানের মতোই হিট হবে। এছাড়াও আরও যে সকল ছবি মুক্তি পাচ্ছে সেগুলোও ভালো করবে। কারণ আমাদের দেশে প্রতিভার অভাব নেই।’

আরও পড়ুনঃ  আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

উল্লেখ্য, দেশের শোবিজ অঙ্গনে ব্যস্ততম মুখ ছিলেন মোনালিসা। ছোটপর্দায় তার বিজ্ঞাপন এবং নাটকগুলো ছিল বেশ দর্শক নন্দিত। তার নাচেও মুগ্ধ হয়েছেন দর্শক। ২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান মোনালিসা। সংসারজীবনে তাদের বিচ্ছেদ হলেও সেই থেকে ব্যক্তিজীবনে আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।