নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১:৫৭। ২৩ অক্টোবর, ২০২৫।

দেশের সব উন্নয়নের রূপকার শেখ হাসিনা: নিক্সন চৌধুরী

ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৭:৪৯
Link Copied!

জাহিদ মুন্সী,ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের সব উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটের পুনর্মিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সদরপুর উপজেলায় ৮১ কিলোমিটার সড়ক, শেখ রাসেল স্টেডিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, শতভাগ বিদ্যুৎ প্রদান করেছেন।

সবাই এ সরকারকে সহযোগিতা করলে সদরপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা সহজ হবে।

তিনি আরও বলেন, দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৪ তলা ভবন নির্মাণ হচ্ছে। অতি শীঘ্রই এ বিদ্যালয়ে ৪ তলা একটি ভবন নির্মাণ হবে। আজ এখানে এসে দেখতে পেলাম বড় বড় অবস্থানে  চাকরি করছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ের গৌরব সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।

পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. এম. জাফরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।