নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৭:১৫। ১০ নভেম্বর, ২০২৫।

নগরীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

আগস্ট ১২, ২০২৩ ১:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকার বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। নগরীর দামকুড়া থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে গ্রেফতার করে। তারা দুইজন আরও দুইটি করে মামলার সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ইকবাল হোসেন (৩২) ও তার ভাই এস.এম শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (৩৮)। তারা রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুরারীপুরের মো: মনিরুজ্জামান মন্টুর ছেলে।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ জানান, রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় আসামি মো: ইকবাল হোসেন ২টি সাজা গ্রেফতারী পরোয়ানা ও ৬টি গ্রেফতারী পরোয়ানা এবং তার ভাই এস.এম শাহরিয়ার হোসেন বিরুদ্ধে ২ টি সাজা গ্রেফতারী পরোয়ানা-সহ ৫টি গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। তারা পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গতকাল ১০ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ দামকুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রেফতার এড়াতে আসামি ইকবাল ও শাহরিয়ার ঢাকা মহানগরীর রূপনগর আবাসিক এলাকায় বসবাস করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)-এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) ড. মো: রুহুল আমিন সরকারে নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মশিউর রহমান, এসআই এ.টি.এম আশেকুল ইসলাম ও তার টিম আজ ১১ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ (১০ই আগস্ট ২০২৩ দিবাগত রাতে) রাত ১২.২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার রূপনগর আবাসিক এলাকা হতে আসামি মো: ইকবাল হোসেন ও তার ভাই এস.এম শাহরিয়ার হোসেনকে গ্রেফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।