নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৪:৩১। ৪ নভেম্বর, ২০২৫।

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, ৩ এসআই আহত

নভেম্বর ৩, ২০২৫ ২:৩৯
Link Copied!

পাবনা প্রতিনিধি : রোববার রাত ৮টার দিকে পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে চাঞ্চল্যকর এক জীবনহানির ঘটনা ঘটেছে।

নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিকের বিরুদ্ধে। নিহতের নাম নিজাম প্রামানিক (৬০)। খবর পেয়ে পুলিশ গিয়ে মোস্তফাকে আটকের সময় ছুরিকাঘাতে তিন এসআই আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে জানা গেছে, দিনভর দুধ বিক্রি করে বাড়িতে ফিরেছিলেন নিজাম প্রামানিক। খাওয়া-দাওয়া শেষে তিনি এশার নামাজে দাঁড়ান। তখন সুযোগ নিয়ে ঘরের দরজা আটকে ছেলে মোস্তফা হাজির হয়ে হাঁসুয়া দিয়ে তার বাবাকে আঘাত করে এবং প্রাণনাশ নিশ্চিত করে বাড়ি থেকে বের হন। পরে সে পাশের কক্ষে তালা লাগিয়ে বসে ছিলেন। ঘরের লোক পরে গিয়ে দেখেন নিজামের মরদেহ পড়ে আছে এবং তখনই এলাকাবাসী ও স্বজনরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করে থানায় নেয়।

পাবনা সদর থানা ওসি আব্দুস সালাম জানান, নিহত নিজাম প্রামানিক মূলত কৃষিকাজ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামানিকও পরিবারের সঙ্গে কৃষিকাজ করলেও দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন।

ওসি বলেন, মোস্তফাকে আটককালে তার ছুরিকাঘাতে সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই) আহত হন। এরা হলেন, এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান। তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, খাওয়া-দাওয়ার পরে আমরা ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ ঘর আটকে তিনি নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে দেন। আগেও মোস্তফা আমাকে মারাত্মক আহত করেছিল। মাদক পেতে বাড়িতে টাকা দাবি করত; না দিলে ঘর ভাঙচুর করত। তিনি আরও দাবি করেন, মাদকসেবীর এমন বর্বর আচরণের শাস্তি হওয়া উচিত।

পুলিশ ঘটনার পরম্পরা অনুসন্ধান করছে এবং প্রাথমিক তথ্য মতে এটি পারিবারিক ঐকান্তিক দ্বন্দ্ব ও মাদকাসক্তির জটিলতার ফল বলে মনে করা হচ্ছে। তদন্তকালে আরও তথ্য প্রকাশ করা হবে- ওসি আব্দুস সালাম জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।