নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:১৪। ১৪ মে, ২০২৫।

বাংলাদেশের দলের ঘোষণা আফগানদের বিপক্ষে

আগস্ট ১৯, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি হোম ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য আজ (শনিবার) জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩২ জনের প্রাথমিক এই স্কোয়াডে সাফের দলে থাকা ফুটবলারদের সঙ্গে আরও ৯ জনকে ডাকা হয়েছে।

ঘোষিত দলে নতুন মুখদের মধ্যে অন্যতম দীপক রায়। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এএফসি কাপে খেলে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে আর্জেন্টিনায় রয়েছেন। তার সম্পর্কে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‌‘আশা করি শেষ সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে।’

আরও পড়ুনঃ  একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’

এরপর ম্যাচের ভেন্যুও কিংস অ্যারেনায় হওয়ার ইঙ্গিত দিলেন কাজী নাবিল, ‘কিংসের অনুমোদনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারাও কিংস অ্যারেনায় অনুশীলন করবে।

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

৩২ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল ইসলাম, মিতুল মারমা ও পাপু হোসেন।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দীন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইসা ফয়সাল ও মোহাম্মদ আতিকুজ্জামান।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

মিডফিল্ডার : সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড : রাকিব হোসাইন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারওয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইবরাহিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।