নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৪:০২। ৪ আগস্ট, ২০২৫।

বাগমারায় ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন : প্রশাসনের অভিযান

জুন ১৪, ২০২৫ ৬:০৭
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া বিলে প্রায় ৫০ বিঘা জমিতে অবৈধভাবে দিঘী খনন করছেন। ইতিমধ্যেই ওই দীঘি খননকে কেন্দ্র করে একাধিক জমির মালিক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উক্ত দিঘিতে অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম ও সঙ্গে ছিলেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

আরও পড়ুনঃ  ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা

এ সময় খনন কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন অকেজো করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জমির মালিকগণ বলেন বাগমারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও চেয়ারম্যান হওয়ায় হাবিবুর রহমানের বিরুদ্ধে আমরা কোথাও কোনো কথা বলে কাজ হচ্ছে না। আমাদের নিজের জমি থাকা সত্ত্বেও আমরা কোন কথা বলতে পারছি না। এ নিয়ে চরম দুঃখ প্রকাশ করেন জমির মালিকগণ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

তারা আরও বলেন, আমরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরিয়েছি আরেক ফ্যাসিস্টের উত্থানের জন্য নয়। পরিবেশের ক্ষতি করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং জমি দখল করে যারা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা তাদের ছাড় দেব না। অবিলম্বে এই পুকুর খনন প্রশাসনকে বন্ধ করতে হবে।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। আমি এক্সকেভেটর যন্ত্র অকার্যকর করে এসেছি। আমরা সবসময় খবর রাখছি। উপজেলার কোথাও ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।