নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:১৩। ১০ নভেম্বর, ২০২৫।

বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সাইফুল ইসলাম ভূঁঞা’র যোগদান

নভেম্বর ১০, ২০২৫ ৭:৩১
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাইফুল ইসলাম ভূঁঞা।

সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান বদলী হওয়ায় শূন্য হয়ে পড়ে পদটি।

সোমবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে সদ্য বদলি হওয়া ভূমি কর্মকর্তার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন সাইফুল ইসলাম ভূঁঞা।

সরকারি আদেশে সেখান থেকে সাইফুল ইসলাম ভূঁঞা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বাগমারায় যোগদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকরি জীবনের প্রথম বাগমারা যোগদান করলেন তিনি। সাইফুল ইসলাম ভূঁঞা’র বাসা নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।