নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৫০। ৮ নভেম্বর, ২০২৫।

বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর

নভেম্বর ৭, ২০২৫ ৭:৫৭
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স যাচ্ছিল। মোটরসাইকেল দ্রত গতিতে থাকায় অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যায়। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনজনের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।