স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর টি-বাঁধে বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ১০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পদ্মা নদীর টি-বাঁধ নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।
গোপন তথ্য অনুযায়ী দুই জন মাদক ব্যবসায়ী পদ্মা নদীর ওপার থেকে একটি নৌকা নিয়ে টি-বাঁধের দিকে আসছে। নৌকাটি টি-বাঁধে আসলে তৎক্ষনাত বিজিবি’র আভিযানিক দল তল্লাশীর জন্য অগ্রসর হলে নৌকায় থাকা ২ জন মাদক ব্যবসায়ী নৌকা থেকে নদীর পাড়ে লাফ দেয়। তখন বিজিবি’র আভিযানিক দল কর্তৃক আসামী (১) মোঃ বাবু (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, (২) মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা মোঃ সাইফুল ইসলাম উভয়ের গ্রাম-চরমাজারদিয়া, পোস্ট- রাজশাহী কোর্ট, থানা-দামকুড়া, জেলা-রাজশাহীকে ধাওয়া দিয়ে আটক করে।
পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে একটি খালি ডিজেলের ড্রামের মধ্য হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০২০ পিস জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০২০ পিস, ইঞ্জিন চালিত নৌকা ১টি, মোবাইল ২টি এবং মোবাইল সীম- ৩টি রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
