নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৯:৫২। ১২ অক্টোবর, ২০২৫।

বিপিএলের দায়িত্বে থাকা কোম্পানি আইএমজিকে নিয়ে যা বললেন মিঠু

অক্টোবর ১১, ২০২৫ ১০:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : গতকাল রাতেই জানিয়েছিল এবারের বিপিএলে দল থাকবে পাঁচটি। আজ শনিবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি। বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ৫ দলের বিপিএল আয়োজনের কথা।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘আপনারা জানেন যে ৩-৪ দিন আগে বিপিএল গর্ভনিং কাউন্সিল পুর্নগঠন করা হয়েছে। আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হয়েছে, এত কম সময়ে আমরা বিপিএল করব কি করব না। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিপিএল হবে। মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি শেষ হবে।’

আরও পড়ুনঃ  ব্রেইনে টিউমার, এখন কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

এবার নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে চুক্তি করবে বিপিএল ম্যানেজমেন্ট জানালেন মিঠু, ‘আপনারা জানেন, এবারের বিপিএল নতুনভাবে শুরু হচ্ছে। আগে যাদের সাথে কন্টাক্ট ছিল সব শেষ হয়ে গেছে। আমরা একমাসের উইন্ডোতে ৫টা দল নিয়ে বিপিএল আয়োজন করতে চাচ্ছি। তবে ছয়টা কিংবা সাতটা যে হবে না তা কিন্তু বলছি না। আমাদের প্রথম প্রায়োরিটি ৫টা দল।’

আরও পড়ুনঃ  তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

গত বিপিএলে বিতর্কের কোনো কমতি ছিল না। আগের সব আসরকেই যেন ছাড়িয়ে গিয়েছিল গত আসর। তবে এবার সেই ঝামেলা এড়াতে চায় বিপিএল গর্ভনিং কাউন্সিল। যার কারণে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ আয়োজন করা প্রতিষ্ঠান আইএমজিকে। তবে গুঞ্জন রটেছে তারা থাকছে না দায়িত্বে।

আরও পড়ুনঃ  সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

মিঠু বলেন, ‘গত বিপিএলে যে সমস্যাগুলো হয়েছিল ফ্র্যাঞ্চাইজি নিয়ে। আর্থিকভাবে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে। আপনি হয়তো বড় গ্রুপ, আর্থিকভাবে ভালো কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়েও ভালো হতে হবে। এগুলো আমরা দেখবো।’

‘আইএমজি নিয়ে যে কথা হচ্ছে। পত্রিকায় যেটা এসেছে যে আইএমজি আগ্রহী না, এটা ভুল কথা। তাদের সাথে আমাদের চুক্তি কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। হয়তো পরিসরটা কম হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।