নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৩:১১। ১০ নভেম্বর, ২০২৫।

বেতার শিল্পীদের সম্মানি বৃদ্ধির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আগস্ট ৮, ২০২৩ ১:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতারের শিল্পীদের সম্মানি বৃদ্ধি ও উৎসে কর প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের সামনে শিল্পীরা এ কর্মসূচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল।

মানববন্ধন থেকে রাজশাহী বেতারে কর্মরত সংগীত, বাদ্য, কণ্ঠ, অভিনয়, নৃত্য, গম্ভীরা, সংবাদকর্মীসহ সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর প্রত্যাহার করে সম্মানির বৃদ্ধির দাবি জানানো হয়।

শিল্পীরা দাবি জানান, বর্তমান উর্দ্ধগতির বাজারে শিল্পীদের যে সম্মানি তা যথাযথ নয়। মাত্র ২৫০ টাকা দিয়ে একজন শিল্পী কোনমতেই চলতে পারেন না। তাদের যে সম্মানি সেটাও তারা মানুষের কাছে বলতে পারেন না। সরকার যেমন বিভিন্ন ভাতা চালু করে মানুষকে স্বচ্ছলতা এনেছেন, তেমনি শিল্পীদেরও সম্মানি বৃদ্ধি ও উৎস কর প্রত্যাহার করে তাদের ভাল রাখতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের সভাপতি ওযাজেদ আলী খান, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বেতার সংগীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংবাদ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাসুম আখতারুজ্জামান প্রমুখ। মানববন্ধন শেষে শিল্পীরা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।