অনলাইন ডেস্ক : নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ ব্যাপারে এয়ারম্যানদের কাছে আজ বৃহস্পতিবার নোটিশ জারি করেছে।
এতে বলা হয়েছে, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। ওই সময় ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। যা কয়েক দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞাটি চারদিন পর শেষ হয়ে যেত। এর আগেই এটির মেয়ার বৃদ্ধির নোটিশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের পাশপাশি ভারতও তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।
সর্বশেষ নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া সব বিমান। এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না।
নিষেধাজ্ঞাটি গতকাল বুধবার ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। যা ২৪ ডিসেম্বর থেকে বলবৎ থাকবে।
ভারতীয় বিমানের ওপর অর্থনৈতিক প্রভাব
পাকিস্তানের এ নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়েছে ভারতীয় বিমানগুলোর ওপর। জানা গেছে, দেশটির সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারের কাছে লবিং করছে যেন তাদের চীনের শিনজিয়ান প্রদেশের ওপর উড়ার অনুমতির ব্যবস্থা করা হয়। পাকিস্তানের ওপর দিয়ে যেতে না পারায় ভারতীয় বিমানবগুলোকে গন্তব্যে যেতে এবং আসতে অনেকটা পথ ঘুরতে হচ্ছে। যদি শিনজিয়াংয়ের ওপর দিয়ে বিমান উড়তে পারে তাহলে উড়ার সময় কমে আসবে।
পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে এয়ার ইন্ডিয়ার জ্বালানি খরচ ২৯ শতাংশ বেড়েছে। আর কিছু কিছু গন্তব্যে সময় বেড়েছে ৩ ঘণ্টার বেশি।
এছাড়া ইন্ডিগোর মতো সংস্থাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আকাশসীমা বন্ধের কারণে পাকিস্তানের সরকারও অর্থ আয় থেকে বঞ্চিত হচ্ছে।
সূত্র: গালফ নিউজ

