নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৪:৪৩। ২৩ জুলাই, ২০২৫।


Girl in a jacket

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় রাবি গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ

জুলাই ২২, ২০২৫ ১০:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছে রাবি গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার (২২জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বিমান দূর্ঘটনাটিকে রাষ্ট্রের কাঠামোগত হত্যাকাণ্ড উল্লেখ করে ছাত্রনেতারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর ও ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়া ঘটনার দায়ভার কাঁধে বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগের দাবিও জানান তাঁরা।

আরও পড়ুনঃ  প্লাস্টিকের বিকল্প আবিষ্কার করলেন বাংলাদেশের বিজ্ঞানী

সমাবেশে অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  উত্তরায় বিমান দুর্ঘটনা : পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের রাবি শাখার সভাপতি রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা, ছাত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক জান্নাতুল নাঈম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মারুফ হাসান জিসান, বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।