নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:৫৬। ২৭ অক্টোবর, ২০২৫।

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ২৭, ২০২৫ ৩:৪৪
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে দেশ ও জাতীয় উন্নয়নে কাজ করবে দলটি। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভুমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন অভাব থাকবে না। বক্তব্যের এক পর্যায়ে নেতারা আরো বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে কোনদিন যেন স্বৈরাচারের দোসররা মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

মাদারাীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিল্টন বৈদ্য। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুর ইসলাম দুলাল, শিবচর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধাসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।