নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১২:২০। ১৩ জুলাই, ২০২৫।

যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম

জুলাই ১৩, ২০২৫ ১:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে তা দেখে আপনারা সতর্ক হোন। যারা মাফিয়া সিস্টেম, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদেরকে মেনে নেবে না।

শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় এক পথসভায় নাহিদ এ সব কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল।
গত ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৯ জুলাই পর্যন্ত।

আরও পড়ুনঃ  পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তা বদলি

নাহিদ বলেন, আমাদের শহীদেরা চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য জীবন দেয় নাই। আমাদের এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়ার সিস্টেম বদলিয়ে নতুন সিস্টেম আনতে হবে। যেখানে মানুষ তার অধিকার পাবে, মর্যাদা পাবে। এটাই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।

এনসিপি পুরোনো বন্দোবস্তের সাথে আপস করবে না উল্লেখ করে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের শক্তি কোন নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। আপনারা এখনো যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরোনো রাজনীতিকে সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তবে জনগণ আপনাদের বিরুদ্ধে কীভাবে রাস্তায় নামছে তা কী আপনারা দেখছেন না?

আরও পড়ুনঃ  মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করবো। শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে।

চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আপনাদের সেই আত্মত্যাগ ভুলি নাই। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদের সামনের দিকে এগোতে হবে। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে, চাঁদাবাজির সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হবে।

আরও পড়ুনঃ  ‘অপুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই বুবলীকে এড়িয়ে চলব, এমন নয়’

বাগেরহাটের পথসভায় আরও বক্তব্য দেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।