নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১২:৫৪। ১৬ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বসছে শনিবার

অক্টোবর ৩, ২০২৫ ২:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনুর্ধ-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেনিস ফেডারেশন এ আয়োজন করছে।

প্রতিযোগিতায় ১১টি দেশের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনীজ তাইপে, সিঙ্গাপুর এবং হংকং এর ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে ১৪ জন। শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আরও পড়ুনঃ  বহিরাগতদের আটকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন — অভিযোগ ছাত্রশিবিরের

এ উপলক্ষে শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে। একইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  আফগানিস্তানকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে উঠবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

আরও পড়ুনঃ  বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেনিস ফেডারেশন নিয়মিতভাবে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রাজশাহীতে বিশ্বের শীর্ষস্থানীয় জুনিয়র টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।