নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৪:৪৩। ১০ মে, ২০২৫।

রাজশাহীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

মে ৭, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। রোববার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গনে বেলুন—ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। পরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা হয়।
এ সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। তিনি বলেন, সৃজনশীল উদ্ভাবনী চিন্তাধারায় সেবা সহজীকরণ করতে হবে। এক্ষেত্রে চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেন ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারী—বেসরকারী প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এসব স্টলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে অবহিত করা হচ্ছে। সোমবার এই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।