নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:০৯। ২৩ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে নিসচার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

অক্টোবর ২২, ২০২৫ ৭:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’— এ প্রতিপাদ্যে বুধবার সারা দেশের মতো রাজশাহীেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ৮টায় নিসচার রাজশাহী জেলা কার্যালয় (কাজিহাটা গ্রেটার রোড) থেকে র‌্যালিটি শুরু হয়ে লক্ষীপুর মিন্টু চত্বর ও সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। বিশেষভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রবর্তক প্রয়াত জাহানারা কাঞ্চনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নিসচার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

নিসচার রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ।

আলোচনা সভায় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ফুটপাত দখলমুক্ত করতে হলে প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি। রাজশাহীর রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসন চাইলে এ সমস্যাগুলোর সমাধান সম্ভব।”

সভাপতির বক্তব্যে প্রকৌশলী জুনায়েদ আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও সবাইকে সচেতন হতে হবে। নিজে ট্রাফিক আইন মানা ও অন্যকেও মানতে উৎসাহিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ বলেন, “রাজশাহী শহরে যানজট নিরসনে অটোরিকশা ও গুরুত্বপূর্ণ মোড়ের ফুটপাত নিয়ন্ত্রণ ছাড়া কোনো বিকল্প নেই। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে শুধু যানজটই কমবে না, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ বলেন, “নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল চালুর বিকল্প নেই। রাজশাহীতে একসময় এসব সিগন্যাল কার্যকর ছিল— এখন পুনরায় চালু করলে নগরবাসী ব্যাপকভাবে উপকৃত হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, মহিলা বিষয়ক সম্পাদিকা জামিলা আফসারী আলম প্রীতি, কার্যকরী সদস্য আবরার হোসেন তুহিন, দেলোয়ারা সাইদা, এসএম মাহফুজুল হক, ইউনুস আলী, সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, আসমানী খাতুন আখি, আবু সুফিয়ান সাগর, মিজান, মেরিনা, মাহী, আখি প্রমুখ।

নিসচার রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করায়, তাঁর দিকনির্দেশনায় রাজশাহীতে দিবসের সব কর্মসূচি বাস্তবায়িত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।