নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সন্ধ্যা ৬:৫০। ৩ ডিসেম্বর, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে হেরোইনসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুজন আলী (৩৫), রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত সুব্রত’র ছেলে।

আরও পড়ুনঃ  এনসিপি নেতা-কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে রাজশাহী এডিটরস ফোরামের উদ্বেগ

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর ) রাত পৌনে ৮টায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় নয়ন আলী নামের এক ব্যক্তি হেরোইন বিক্রি করছেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ স্কোয়াডে থাকার জন্য যে শর্ত জুড়ে দিলেন ব্রাজিল কোচ

খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় : মির্জা আব্বাস

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে হেরোইন সঙ্গে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।