নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:৪২। ১৮ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

অক্টোবর ১৭, ২০২৫ ৯:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পালিত হয়েছে লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দরগাপাড়াস্থ লালন শাহ্ মুক্তমঞ্চে রাজশাহী জেলা প্রশাসন ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন’ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আরও পড়ুনঃ  বেনাপোল স্থলবন্দরের আনসারের দুইপ্লাটুন কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত: ম্যাজিস্ট্রট নিয়োগ

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জানি লালন শাহ্ ১৩৫ বছর আগে মারা গেছেন এবং তিনি প্রায় ১১৬ বছর বেঁচে ছিলেন। কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় ছিল তাঁর বসবাস। অসংখ্য গান রচনা করেছিলেন তিনি। লালন সাঁই রচিত গানগুলো বাংলার জনপদে প্রত্যেক ঘরে ঘরে এখনো বেজে থাকে। তাঁর গানগুলো সবার পছন্দ।

আরও পড়ুনঃ  গণভোট, জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবিতে জামায়াতের মানববন্ধন

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড. এম.এ. মান্নান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

আরও পড়ুনঃ  নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন অন্তত ৫% নারী প্রার্থী: সেলিমা রহমান

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা, লালনের ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে একইস্থানে লালনের গান পরিবেশন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।