নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:২৬। ১৭ নভেম্বর, ২০২৫।

রাজশাহীর কনটেন্ট ক্রিয়েটর শাওন সড়ক দুর্ঘটনায় নিহত

নভেম্বর ১৭, ২০২৫ ২:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসান শাওন। রোববার বিকেলে লোহাগাড়ার চুনতি এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

নিহত শাওন নাটোর জেলার সিংড়া থানার পারসাঐল শেখ পাড়া এলাকার আতাউর রহমানের ছেলে।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে ঘটে যায় প্রাণঘাতী এই দুর্ঘটনা।

রাজশাহী থেকে আগত বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি ভ্রমণে যান বান্দরবন, সাজেক ও কক্সবাজারে। আজ কক্সবাজার থেকে ফিরছিলেন রাজশাহী। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তাদের সহযাত্রী সাকিবুল হাসান শাওন।

দুর্ঘটনার পর সঙ্গে থাকা সফরসঙ্গীরা দ্রুত তাকে আহত অবস্থায় নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে শাওনকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, প্রথমে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান শাওন। এরপর মোটর সাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান।

পুলিশ আরো জানায়, তারা ৭ টি মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। দুর্ঘটনার পর সাথে থাকা সাকিবের সহযোগীরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার সাকিবকে দুপুর ৩টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ দোহাজারী থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

শাওনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। ভক্ত, অনুসারী ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটররা শাওনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

জনপ্রিয় এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে অনলাইন কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।