নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:৫৭। ২২ আগস্ট, ২০২৫।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই গৃহবধুর মৃত্যু

নভেম্বর ২, ২০২৩ ৪:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই গৃহবধু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে (২ নভেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া গৃহবধুরা হলেন, চারঘাট উপজেলার শহির উদ্দিনের স্ত্রী মর্জিনা (৫০) ও একই উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী রিকতা (৫০)।
হাসপাতাল পরিচালক বলেন, মর্জিনা ও রিকতা ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারা স্থানীয়ভাবেই তিনি ডেঙ্গু আক্রান্ত। তাদের অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তারা তিনি মারা যান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ঋণের বোঝা বইতে না পেরে কৃষকের আত্মহত্যা

তিনি জানান মর্জিনা মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। এছাড়া রিকতা বুধবার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মারা যান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

পরিচালক বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৯১৩ জন রোগী। এদের মধ্যে তিন হাজার ৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুনঃ  নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পেলেন রাজশাহীর ২০ নারী সাংবাদিক

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৫ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।