অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্ট বিতর্ক এড়িয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক এই প্রেসিডেন্ট রোববার বলেছেন, আমেরিকানরা তাকে ভালোভাবেই চেনে। হোয়াইট হাউস প্রতিদ্বন্দ্বীর সাথে পাবলিক শোডাউনের কোন প্রয়োজন নেই।
তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত সফল এবং আমেরিকান জনগণের মধ্যে তার বিপুল জনপ্রিয়তার কথা তুলে ধরে বলেন, জনগণ জানে আমি কে এবং প্রেসিডেন্ট হিসেবে আমি কতোটা সফল।
তিনি এ ক্ষেত্রে জ¦ালানি, সীমান্ত নিরাপত্তা, সামরিক ও অর্থনীতির ক্ষেত্রে তার সফলতার কথা তুলে ধরে বলেন, এ কারনে আমাকে বিতর্ক করতে হবে না।
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ের প্রথম বিতর্ক বুধবার উইসকনসিনের মিলওয়াকিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।