অনলাইন ডেস্ক : একদিকে শীতের আগমনী বার্তা, অন্যদিকে ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথ। আর সেখানেই দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের।
বেশ কিছুদিন ধরেই অবকাশ যাপনে বিলেতে আছেন তিনি- এমনটাই শোনা যায়। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মাঝে।
দিন কয়েক আগেই লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন নায়িকা। তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, তেমনি রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন।


দেখা যায়, রাতের সোনালী আলোয় ঝলমল করছে ঐতিহাসিক এই ভবনটি, আর তার সামনে দাঁড়িয়ে অপু বিশ্বাস যেন এক অন্যরকম রহস্যের আবহ তৈরি করেছেন। ছবিতে দেখা যায়, শীতের রাতের জন্য মানানসই কালো রঙের লম্বা কোট বা ওভারকোটে আবৃত অপু। কাঁধের কালো স্লিং ব্যাগটি তার পুরো লুকে এনেছে একটি ক্লাসিক আভিজাত্য। তবে এই লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হীরার গয়না।
কালো পোশাকে, পরিমিত মেকআপে এবং হালকা হাসির রহস্যময় ভঙ্গি যেন বলে দিচ্ছে, বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই তারকা। একাধিক ছবিতে তার এই আভিজাত্যপূর্ণ লুক মন কেড়েছে নেটিজেনদের।

তবে নেটিজেনদের একাংশের অনুমান, অপু বিশ্বাস সেখানে শুধুমাত্র অবকাশ যাপনেই যাননি; নিশ্চয়ই কোনো প্রজেক্টে রয়েছেন যেটা হয়তো পরে প্রকাশ করবেন এই নায়িকা।

