নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ১১:২৫। ১৪ মে, ২০২৫।

সুদানের সরকারি টেলিভিশন-রেডিও দখলে নেওয়ার দাবি সেনাবাহিনীর

মার্চ ১২, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গত বছরের এপ্রিলে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল দেশটির শক্তিশালী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) |
উত্তর আফ্রিকার দেশ সুদানের জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রধান কার্যালয় দখলে নেওয়ার দাবি করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘যখন ভারতে হামলা করব, পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

এতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় রেডিও ও টেলিভিশনের সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছেন। আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের হটিয়ে রেডিও ও টিভি কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

দেশটির রাষ্ট্রায়ত্ত দুই সম্প্রচারমাধ্যমের সদরদপ্তর ওমদুরমান শহরে অবস্থিত। রাজধানী খার্তুম থেকে নীল নদের পাশে এই শহরটির অবস্থান। তবে সেনাবাহিনীর এই দাবির বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ করল ভারত

গত বছরের এপ্রিলে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেশটির শক্তিশালী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে এই সংঘাতের শুরু হয়।

আরও পড়ুনঃ  সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিস্টি বিতরণ

কয়েক মাস ধরে চলা দেশটির দুই বাহিনীর এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও আরও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।