নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:১১। ১২ অক্টোবর, ২০২৫।

সোহেল হত্যা মামলার আসামী আটক

অক্টোবর ৭, ২০২৫ ৮:৩১
Link Copied!

এস এম আব্দুর রহমান,পুঠিয়া : পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামী আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজিব আলী (২৯) ও উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মামুন হোসেন আলমের স্ত্রী সম্পা আক্তার বর্ষা (২২)।

আরও পড়ুনঃ  পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত্রীতে সোহেলকে তার বাড়ি থেকে ও সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। পরকিয়ার জেরে ভ্যানচালক সোহেলকে হত্যা করা হয়েছে বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়ে বলেন, আটককৃতরা হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

হত্যার শিকার সোহেলের বন্ধু রাজিব আলীর সাথে সম্পার পরকিয়ার সম্পর্ক ছিলো। একদিন রাজিব সোহেলের ফোন থেকে সম্পাকে ফোন করে। সম্পার সাথে রাজিবের পরকিয়ার সম্পর্ক সোহেল জানার পর সম্পাকে ব্ল্যাকমেইল করে। সম্পা বাধ্য হয়ে সোহেলের সাথে পরকিয়ায় সম্পর্ক করে। বিষয়টি রাজিব জানার পর সম্পা ও রাজিব মিলে সোহেলকে হত্যা করে।

আরও পড়ুনঃ  অ্যাডেলের দশ বছরের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

আটককৃতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশের কর্মকর্তা জানিয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।