নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:১০। ১৪ মে, ২০২৫।

২৮ দিন পর দেশে ফিরলেন সালাউদ্দিন

মার্চ ১২, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে আজ (মঙ্গলবার) দেশে ফিরেছেন। গত ১৩ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছিলেন তিনি। ২৮ দিন পর তিনি জার্মানি থেকে ফিরলেন।

গত ২৮ ডিসেম্বর সালাউদ্দিনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর চিকিৎসকের নির্দেশনায় তিনি খানিকটা নিভৃতেই ছিলেন নিজ বাসায়। কয়েক সপ্তাহ নিভৃতে থাকার পর পারিবারিক সিদ্ধান্ত ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জার্মানিতে কিছুদিন কাটানোর সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। জার্মানিতে তার একমাত্র কন্যা সারাহজিন থাকেন। সেখানে গত এক মাস পারিবারিক আবহে কাটানোর পাশাপাশি উন্নত ফিজিও’র চিকিৎসাও নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  শরীর চললে ধোনির আইপিএলও চলবে!

বাফুফে সভাপতি সালাউদ্দিন পেশাগত ও ব্যক্তিগত কারণে বিশ্বের অনেক দেশেই গিয়েছেন। এক সময় ঘন ঘন দেশের বাইরে গেলেও এক সপ্তাহের বেশি সময় তিনি থাকেননি কোথাও। এবার শারিরীক পরিস্থিতি ও পরিপূর্ণ বিশ্রামের জন্য জার্মানিতে চার সপ্তাহের মতো থাকতে হয়েছে তাকে।

আরও পড়ুনঃ  স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

কাজী সালাউদ্দিনের বর্তমান বয়স ৭০ বছর। এই বয়সেও তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের পাশাপাশি নানা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতে হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।