নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১০:৫০। ১০ জুলাই, ২০২৫।

আবাহনীর এএফসির ম্যাচের ভেন্যু চূড়ান্ত

জুলাই ৯, ২০২৫ ৭:২৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ আগামী ১২ আগস্ট। সেই ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজন করবে দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক ক্লাবটি। বাফুফে আবাহনীর ভেন্যুর বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করেছে।

আবাহনীর ম্যানেজার ও বাফুফে নির্বাহী সদস্য সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘আবাহনী ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে ঢাকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। ফেডারেশন আবাহনীর আবেদন মঞ্জুর করেছে এবং ইতোমধ্যে এএফসিকেও জানিয়েছে। ১২ আগস্ট বিকেল পাঁচটায় ম্যাচের সময়ও নির্ধারণ হয়েছে।’

আরও পড়ুনঃ  সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ : নাহিদ ইসলাম

ঢাকা আবাহনী এএফসি লাইসেন্সে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে দেখিয়েছিল। জাতীয় স্টেডিয়াম সংস্কার শেষে খেলা উপযোগী হওয়ায় আবাহনী ঢাকায় ম্যাচ আয়োজন করতে চায়। নভেম্বরে ভারত ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামের মাঠের পুনরায় বড় সংস্কার হবে। সেই বিবেচনায় বাফুফে আগস্টে আবাহনীকে এএফসি চ্যালেঞ্জ লিগে একটি হোম ম্যাচ আয়োজনের সুযোগ দিয়েছে। জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পর দেশি ক্লাবগুলোর মধ্যে আবাহনীই প্রথম খেলবে। ২০২১ সালের লিগের পর আর কোনো ঘরোয়া ফুটবল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুনঃ  অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা মোহামেডানের খেলার কথা ছিল। ঢাকা মোহামেডানের এএফসি লাইসেন্স না থাকায় রানার্সআপ আবাহনী এএফসি আসরে খেলার সুযোগ পায়। অন্য দেশের ক্লাবও নিদিষ্ট শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ লিগের তৃতীয় হওয়া বসুন্ধরা কিংসও চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।