নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:১০। ১০ জুলাই, ২০২৫।

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের শিকার 

জুলাই ৯, ২০২৫ ১২:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত পপুলার নতুন ভবনের নীচে রাস্তায় এক রোগীকে গালাগালি ও মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে ডা: এম আহম্মদ আলীর নামে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন মারধরের শিকার রোগী মাহবুবুর রহমান রানা।

রানা রাজশাহী নগরীর বোয়ালীয়া থানাধীন কুমার পাড়া এলাকার বাসিন্দা, পেশায় তিনি একজন ব্যবসায়ী, রাজশাহী ও ঢাকায় তার দুইটি অফিস রয়েছে। তিনি ডাক্তার দেখিয়ে লক্ষিপুর থেকে বাসায় ফিরছিলেন।

মারধরের শিকার রানা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় পপুলার নতুন ভবনের নীচে ডাক্তার তার সহকারী (এটেনডেন্ট)কে নিয়ে মোটরসাইকেলে চড়ে পপুলার নতুন ভবন থেকে বের হচ্ছিলো, রাস্তায় প্রচুর যানযট তারপরও ডাক্তারের এটেনডেন্ট বিকট আওয়াজে মোটরসাইকেলের হর্ণ বাজাচ্ছিলো। এতে রোগী ডাক্তারের এটেনডেন্ট আমিরুলকে হর্ণ বাজাতে নিষেধ করলে ডাক্তার ও এটেনডেন্ট রোগী রানাকে অকথ্য ভাষায় গালাগালি করার একপর্যায়ে মারধর করে শরীরে জখম করে।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা

রানা আরও জানান ডা: এম আহম্মদ আলী নিজেই আমার গায়ে হাত তুলে, সেই সাথে তার এটেনডেন্ট হেলমেট দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এমনকি পপুলারের কয়েকজন স্টাফ ও ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরাও ডাক্তারের পক্ষ নিয়ে আমাকে মারধর করে। ডাক্তার একজন বয়স্ক মানুষ হয়ে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া, মারধর করায় আমি হতবাক হয়ে পরি।

আরও পড়ুনঃ  মুজিববাদী ও আওয়ামী সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ ইসলাম

রানা আরও বলেন সে সময় তার কাছে থাকা নগদ ২০৫০০ টাকা ছিনিয়ে নেয়, এবং সাথে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, “পপুলারের সিসি টিভি ফুটেজ চেক করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। আমি থানায় অভিযোগ করেছি, আশা করছি সুবিচার পাবো।” প্রতক্ষদর্শী কয়েকজন রোগী ডাক্তারের এমন অশোভনীয় আচরনে আশ্চর্য হয়।

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, রানা নামের একজন ডা: এম আহম্মদ আলী সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ডা: এম আহম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমে কল রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনে রংনাম্বার বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় পরে একাধিকবার তার মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেনি। তবে তার এটেনডেন্ট আমিরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মারার ঘটনা অস্বীকার করে এবং রানাই তাদের মেরেছে বলে জানান।

আরও পড়ুনঃ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়

রোগীকে মারধরকারী ডাক্তার এম আহম্মদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।তিনি পপুলারে চেম্বার করে নিয়মিত রোগী দেখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।