নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১১:৫৬। ২৪ অক্টোবর, ২০২৫।

ঝলমলিয়া মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার

অক্টোবর ২৪, ২০২৫ ১১:১৩
Link Copied!

এস এম আব্দুর রহমান, পুঠিয়া(রাজশাহী) : পুঠিয়ায় ঝলমলিয়া মুসা খাঁ নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার ঝলমলিয়া এলাকার মুসা খাঁ নদী হতে পুঠিয়া থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।

নিহত ওই নারীর নাম রমনী (৬৫) সে ঝলমলিয়া এলাকার পাহাড়িয়া গোত্রের শুম্ভু’র স্ত্রী।

জানা যায়, গত মঙ্গলবার ২১ তারিখ হতে রমনী নিখোঁজ হয়। পরে চার দিন খোঁজাখুঁজি করেও কথাও পাওয়া যাচ্ছিল না। এরপর ৪ দিন পর আজ পুঠিয়া ঝলমলিয়া মুসা খাঁ নদীতে রমনীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে ওই লাশ উদ্ধার করেন।

এবিষয়ে নিহতের স্বামী শুম্ভু বলেন, গত মঙ্গলবার কালী পূজার দিনে আনন্দ উল্লাস করে দুজনে মিলে ভরপুর নেশা করেছিলাম। নেশা অবস্থায় আমার স্ত্রীকে বাসায় রেখে আমি পেয়ারার বাগান পাহারা দিতে চলে যায়। তারপর বাসায় ফিরে এসে আমার স্ত্রীকে আর আমি খুঁজে পাইনি। তখন থেকে সে নিখোঁজ ছিল।

এ বিষয়ে নিহতের ছেলে সুজন বলেন, কালী পূজার দিন আমার মা ও বাবা নেশা করে আসার সময় পড়ে যায় সেখান থেকে তাদের দুজনকে তুলে এনে বাসায় রাখি এরপর আমার বাবা পেয়ারা বাগান পাহারা দিতে চলে যায় তারপর থেকে আমার মা নিখোঁজ হয়। এরপর চারদিন পরে আমার এক দিদি আমার মায়ের লাশ নদীতে ভাসতে দেখতে পায়।

এ বিষয়ে পঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নদীতে লাশটি ভাসতে দেখে খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।