নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সন্ধ্যা ৬:২৬। ৩ ডিসেম্বর, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আলম হোসেন (৪০) ও নাসির হোসেন (৫৪)। আলম রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো: হাসান শেখের ছেলে এবং নাসির একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সুত্রে জানা যায়,মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আলম হোসেন তার বাড়িতে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রি করছেন।

আরও পড়ুনঃ  জেলা হাসপাতালের দুই লিফটের একটি নষ্ট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে দেহ তল্লাশিতে আলমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং নাসিরের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি, জয়া আহসান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।