নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সন্ধ্যা ৭:২৫। ৭ জুলাই, ২০২৫।

রাজশাহীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

জুলাই ৭, ২০২৫ ৪:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে মোঃ জুয়েল এর লাকড়ি আড়তের সামনে অপারেশন পরিচালনা করে ৬ জুলাই রোববার রাত সাড়ে ৯ টায় ১৯০ গ্রাম (৪৫ পুরিয়া) গাঁজা, ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪৫০০ টাকাসহ মাদক কারবারী লিটন (৪০) কে গ্রেফতার করে র‍্যাব।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ ও সুমাইয়ার বাসায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

আরও পড়ুনঃ  ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।