স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া থেকে মোঃ জুয়েল এর লাকড়ি আড়তের সামনে অপারেশন পরিচালনা করে ৬ জুলাই রোববার রাত সাড়ে ৯ টায় ১৯০ গ্রাম (৪৫ পুরিয়া) গাঁজা, ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪৫০০ টাকাসহ মাদক কারবারী লিটন (৪০) কে গ্রেফতার করে র্যাব।
সে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি