নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৩:১৬। ১০ জুলাই, ২০২৫।

জুনিয়রদের সমকামিতায় বাধ্য করায় সাত ইসরায়েলি সেনা আটক

জুলাই ৯, ২০২৫ ৬:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য, যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর সাত সেনাকে আটক করা হয়েছে। এই সেনারা বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন ছিল।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল (৯ জুলাই) জানিয়েছে, গতকাল রাতে এই সাত সেনাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ‘সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি পুলিশ জানিয়েছে, ‘দীক্ষ অনুষ্ঠানের’ সময় গুরুতর কাজ করার অপরাধে ওই সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ বলেছে, ১৩৬নং এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে গুরুতর অপরাধ করেছে।

সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে। যারমধ্যে সমকামিতায় বাধ্য করার অভিযোগও আছে। এছাড়া তারা যৌন হেনস্তা, মারধর, হুমকি ও যৌন অপরাধও করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত এখনো প্রাথমিক অবস্থায় আছে। তাই তারা এ ব্যাপারে এ মুহূর্তে মন্তব্য করতে পারবে না। তবে এসব ঘটনায় জিলো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ'র সংবাদ সম্মেলন

সূত্র: টাইমস অব ইসরায়েল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।