নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৬:৪৭। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ডিবি পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: কোরবান আলী (৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দক্ষিণ উজিরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার(ডিবি) এর তত্বাবধানে এসআই রিমন হোসাইন, ডিবি এর নেতৃত্বে তার টিম মহানগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করছিলেন। ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শাহমখদুম থানা এলাকার নওদাপাড়ায় মো: রাজেশ এর চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রি হচ্ছে। পরে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬টায় নওদাপাড়া অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামি কোনবানকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় আরও ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৬৩৬

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।