নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সন্ধ্যা ৬:৪৭। ৬ মে, ২০২৫।

জেলা ডিবিপুলিশ কর্তৃক ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Asha Mony
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রির্পোর্টার: শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর গাংপাড়া গ্রাম হতে রাত ১১:৪০ টায় এক মাদককারবারিকে ২৫ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অংকন আলী (২৩) চারঘাট থানার মোক্তারপুর গাংপাড়া গ্রামের ইকবাল আলীর পুত্র। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, ডিবি’র এসআই (নিরস্ত্র) আব্দুল করিম ও ফোর্স-সহ শুক্রবার রাত ১১:৪০ টায় চারঘাট থানার মোক্তারপুর গাংপাড়ার অংকন আলীর বসতবাড়ির পশ্চিমপাশের্^র গ্রাম্য রাস্তার ওপর অভিযান চালিয়ে সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ২৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।