ঢাকা ভোর ৫:৩৯। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

Somoyer Kotha
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের কেউ কেউ এখনো মনে করেন, তাঁদের বিচার করা সম্ভব নয়। ট্রাইব্যুনালে কিছু মামলার রায় হয়ে গেলে তাঁদের লাফালাফি ও দম্ভ বন্ধ হবে। তখন প্রতিশোধস্পৃহা কমে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

সোমবার রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে আগামী ডিসেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের প্রধানসহ শীর্ষ কয়েকজনের নামে করা বেশ কয়েকটি মামলার বিচারকাজ শেষ হবে। মার্চে তদন্তপ্রক্রিয়া শেষে এপ্রিলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, শুধু একজন মানুষকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, একটি পরিবারকে ক্ষমতায় রাখার জন্য বিচারব্যবস্থা, আইনব্যবস্থা ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় গ্রাউন্ডে যে পুলিশ গুলি করেছে, সে তো কারও নির্দেশে গুলি করেছে। তাই আগে সেই প্রধানমন্ত্রীর বিচার করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০