ঢাকা ভোর ৫:৫১। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় লিখিত অঙ্গিকার ভঙ্গ করে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

subadmin
এপ্রিল ২৯, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় তাহেরপুর কলেজের প্রতি বিমাতাসূলভ আচরণের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলামের অপসারনের দাবীতে এলাকার সচেতন মানুষ, ব্যবসায়ী ও তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুর হরিতলা মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহবুবুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তাহেরপুর পৌরসভার সরকারের আওতায় ভিপি সম্পত্তি গুলো পৌরসভাকে লীজ দেন। দীর্ঘদিন থেকে ওই সম্পত্তিতে পৌরসভার পক্ষ থেকে মার্কেট নির্মানের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে মাসিক চুক্তিতে ভাড়া দেয়া হয়। সেই মোতাবেক পৌরসভা কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া আদায় করে থাকেন। গত ৫ আগস্টে পর থেকেই জাতীয়তাবাদী বিএনপির লোকজন মার্কেটটির ভাড়া বন্ধ করে অবৈধ ভাবে দখলের চেষ্টা করে। তাতেই বাধ সাধেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহবুবুল ইসলাম। তিনি বিএনপির লোকজনকে মার্কেটটি দখলে বাঁধা দিলে তারা লীজ নেয়ার জন্য আবেদন করেন।

পৌরসভার নির্মিত মার্কেটটি লীজ প্রদান না করায় তা মেনে নিতে পারেননি স্থানীয় বিএনপি’র এক নেতা ও তার বোন। তিনি কলেজ কর্তৃপক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার সচেতন মানুষকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে পৌরসভার প্রশাসক ও ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাহেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান ও সহকারি প্রকৌশলী মোঃ হাসান জানান, পৌরসভার জায়গায় পৌরসভার অর্থায়নে মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হয়। এখন আমাদের হুমকি দিয়ে তারা(কলেজ কর্তৃপক্ষ) জোর করে ভাড়া আদায় শুরু করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, উপজেলার তাহেরপুর পৌরসভায় সরকারের প্রচুর পরিমান ভিপি সম্পত্তি রয়েছে। সরকারী নীতিমানুসারে জনসেবার জন্য তাহেরপুর পৌরসভা ও কলেজের নামে পুকুর গুলো লীজ দেয়া হয়েছে। মার্কেটটির ভাড়া থেকে পৌরসভা কর্মচারী ও এলাকার অসহায়, দুঃস্থ মানুষদের সহযোগিতার জন্য পৌরসভার নামে লীজ দেয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য পৌরসভার লীজ বাতিল করে কলেজের নামে নিতে আবেদন করেন। যেহেতু কলেজ স্বয়ংসম্পূর্ণ হওয়ায় লীজটি তাদের না দিয়ে পৌরসভার নামে দেয়া হয়। এখানে কলেজ বা কারোই সাথে বিমাতাসূলভ আচরণ করা হয়নি বলে তিনি দাবী করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি বলেন, গত ২২ এপ্রিল আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অঙ্গিকার দিয়েছি। তাহেরপুর পৌরসভার নির্মিত মার্কেটের ৪১টি দোকানে কলেজ কর্তৃপক্ষ কোন প্রকার ভাড়া আদায় করবে না। এটি পৌরসভার মার্কেট তারাই ভাড়া আদায় করবে। এ মানববন্ধন বিষয়ে কিছুই জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০