• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল ঢাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:০৬

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল ঢাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক : মাগুরায় শিশু ধর্ষণের বিচারসহ সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন নারী শিক্ষার্থীরা। তারা ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন। পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন।

এসময় নারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন হলের পুরুষ শিক্ষার্থীরাও মিছিলে যোগ দিয়েছেন। তারা সম্প্রতি মাগুরায় নিপীড়নের শিকার শিশুর বিচার চেয়েছেন।

এসময় নারী শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য এলাকা। তারা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়’সহ একাধিক স্লোগান দেন।

আরও পড়ুনঃ  চুক্তি না করা, চাল না দেওয়ায় রাজশাহীর ৯১৩ চালকলের শাস্তির সুপারিশ

এই নিউজ লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন। তাদের চারপাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবস্থান করছেন। সবাই ধর্ষণের প্রতিবাদে নানা স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মিছিলের পর মধ্যরাতের কোনো প্রতিবাদ মিছিলে এত উল্লেখযোগ্যসংখক নারীদের উপস্থিতি দেখা যায়নি।

এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল করেছেন। এছাড়াও বিশবিদ্যালয়ের একাধিক ক্রিয়াশীল সংগঠন ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার

কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, প্রত্যেক ধর্ষককে বাংলার মাটিতে কবর দিতে হবে। যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা এভাবে চলতে দিতে পারি না। আমরা সকল ধর্ষকদের বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আন্দোলনের মূল দাবি ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। তবে সবার সঙ্গে আলোচনা করে মূল দাবিগুলো পেশ করা হবে।

আরও পড়ুনঃ  কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে: এনবিআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়াহ্ বলেন, আজ একদিনে অন্তত ৫ টি ধর্ষণের নিউজ পেয়েছি। আরও থাকতে পারে; আমি সঠিক জানি না। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনোদিন দেখেনি। ধর্ষণ করলে বিচার হবে না, এটাই এই দেশের ধর্ষকের মনস্তত্ব হয়ে দাঁড়িয়েছে। তাদের পক্ষে আইনজীবী লড়ে, তারা জামিন পায়। আমরা এবার এরকম দেখতে চাই না। -বাংলা নিউজ

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675