ঢাকা রাত ৯:১৬। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পাটের তৈরি পচনশীল ‘পলিথিন ব্যাগ’ মিলছে ১০ টাকায়

Asha Mony
মার্চ ১৪, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : নিত্যজীবনে পলিথিন ব্যাগের ব্যবহার থাকলেও সাধারণত তা পরিবেশবান্ধব নয়। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ ব্যবহার না করার আহ্বান জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তাই পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি পচনশীল ‘পলিথিন’ ব্যাগ নিয়ে এসেছে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, যা কেনা যাচ্ছে মাত্র ১০ টাকায়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় পাট দিবস ও বহুমুখী পাটপণ্য মেলায় মিলছে এই পরিবেশবান্ধব বায়োপলিমার ব্যাগ।

বাংলাদেশ জুট মিল কর্পোরেশন স্টলের এক কর্মকর্তা জানান, পরিবেশবান্ধব এই পলিব্যাগটি চাইলে পুনর্ব্যবহার করা যাবে। ব্যবহারের পর ফেলে দেওয়া হলে তা মাটিতে মিশে যাবে। পানিতে ভেজালেও ব্যাগটি নষ্ট হয়ে যাবে।

এবারের মেলায় স্টলের সংখ্যা মোট ১১০টি। নানারকম পাটপণ্যে সমৃদ্ধ এই মেলায় মিলছে পাটের তৈরি ব্যাগ, গৃহসজ্জার সামগ্রী, কার্পেট, পোষাকপণ্য ও গৃহস্থালির অনুষঙ্গ ইত্যাদি।

ভিন্নধর্মী এমন মেলায় এসে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। দর্শনার্থী সোমা ইসলাম বলেন, একই ছাদের নিচে এত পাটের তৈরি পণ্য সচারাচর পাওয়া যায় না। তাই মেলায় এসে বেশ ভালো লাগছে, কিছু কেনাকাটাও করেছি।

আরেক দর্শনার্থী আফরোজা খানম বলেন, সাধারণত মার্কেটে বা শপিংমলগুলোতে পাটের তৈরি পণ্য পাওয়া যায় না। কিন্তু এসব পণ্যগুলো ভালো ও টেকসই হয়। তাই আজকের এই মেলায় আসা। এখান থেকে প্রয়োজনীয় পণ্যগুলো কিনে নিয়ে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০