নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ২:২৩। ৪ মে, ২০২৫।

দেশের সব সমস্যার সমাধান সংসদে হবে; এর বাইরে কোনো সমাধান নেই : আমীর খসরু

Somoyer Kotha
মার্চ ২৭, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে; এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেয়া।

বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে সব কিছুরই সমাধান হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুক্ষীন সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে।

প্রধান বক্তা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন-আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের ক্রান্তি লগ্নে শহীদ জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিকদল সভাপতি এএম নজিমুদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।