ঢাকা সন্ধ্যা ৬:০৬। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অ্যানফিল্ডে বিদায়ী ম্যাচেও লিভারপুলকে হার থেকে বাঁচালেন ফিরমিনো

Asha Mony
মে ২০, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ কী দক্ষ এক লিপিকার ফুটবল অধীশ্বর! লিভারপুল-অ্যাস্টন ভিলার চিত্রনাট্যটা কত দারুণ ভাবেই না তিনি লিখেছেন!

৮ মৌসুমে লিভারপুল সমর্থকদের কাছে ‘নায়ক’ হয়ে ওঠা রবার্তো ফিরমিনোর বিদায়ী ম্যাচ ছিল এটা। অ্যানফিল্ডে ফিরমিনোর শেষ ম্যাচে তাঁকে নায়ক না বানালে কী চলে! এ ম্যাচের চিত্রনাট্যও লেখা হলো ঠিক সেভাবে!

আবেগের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন না ভেবেই কি না, এ ম্যাচের শুরুর একাদশে ফিরমিনোকে রাখেননি কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁকে বদলি হিসেবে নামালেন ৭২ মিনিটে। লিভারপুল তখনো ১-০ গোলে পিছিয়ে। ফিরমিনো মাঠে নামার সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা—বিদায়ের ক্ষণে আরও একবার কি লিভারপুলের ত্রাতা হবেন ফিরমিনো!

ফিরমিনো মাঠে নামার পরই লিভারপুলের সমর্থকেরা তাদের ‘কাল্ট হিরো’কে নিয়ে বাধা গান ‘সি সিনর’ গাইতে শুরু করে। শুধু গান গেয়েই নয়, গ্যালারিতে নানা ধরনের ব্যানার-ফেস্টুন দেখিয়ে ফিরমিনোকে ভালোবাসা জানাতে থাকেন।

এভাবে সময় কাটতে কাটতে ম্যাচ চলে যায় শেষের দিকে। মনে হচ্ছিল, বিদায়টা আর রঙিন হচ্ছে না ফিরমিনোর। কিন্তু ওই যে বলা হলো, চিত্রনাট্যটা ফিরমিনোকে নায়ক বানানোর জন্যই লিখে রাখা হয়েছিল! ৮৯ মিনিটে মোহাম্মদ সালাহর দুর্দান্ত এক পাস থেকে লিভারপুলকে সমতায় ফেরানো গোলটি করেন ফিরমিনো।

এ গোলের পর অ্যানফিল্ড ভেসে গেল আনন্দের বন্যায়। এ গোলে ফিরমিনোর বিদায় কিছুটা হলেও যেমন রঙিন হলো, তেমনি লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলার আশার সলতেটাও টিম টিম করে জ্বলতে থাকল।

অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলের এই ড্রয়ের পর ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। আজ কাসেমিরোর ৯ মিনেটের গোলে বোর্নমাউথকে ১-০ ব্যবধানে হারিয়ে ৩৬ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৯, চতুর্থ স্থানে আছে তারা। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউক্যাসল। পরের ২ ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেলেই আগামী ম্যাচের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়ে যাবে ইউনাইটেড ও নিউক্যাসলের। আর এই দুই দল নিজেদের দুই ম্যাচেই হারলে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ তৈরি হবে লিভারপুলের।

অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুল আজ ম্যাচটি খেলতে নেমেছিল প্রিমিয়ার লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত থেকে। আজকের ড্রয়ে অপরাজিত দৌড়টা অব্যাহত আছে ক্লপের দলের। কিন্তু ফলটা হতে পারত অন্যরকমও। ২৭ মিনিটে জ্যাকব রামসির গোলে এগিয়ে যাওয়ার ৫ মিনিট আগে পেনাল্টি পেয়েছিল অ্যাস্টন ভিলা। কিন্তু ওয়াটকিনস তা থেকে গোল করতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০