নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১০:২০। ৬ মে, ২০২৫।

গাজায় যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত চান ১৩ ইসরায়েলি আইনজীবী

subadmin
এপ্রিল ৪, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় চলমান ২য় দফা সামরিক অভিযানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দ্বারা সংগঠিত যুদ্ধাপরাধের যথাযথ তদন্ত চেয়েছেন দেশটির ১৩ জন আইনজীবী।

শিগগিরই এ ইস্যুতে পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে ইসরায়েরের সর্বোচ্চ আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) গ্যালি বাহারাভ-মিয়ারা এবং ইসরায়েলের সামরিক বাহিনীর আইনজীবী ইফাত তোমের-ইয়ারুশালমি বরাবর চিঠিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎস। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে গ্যালি বাহারাভ-মিয়ারা এবং ইফাত তোমের ইয়ারুশালমির দপ্তরেও যোগাযোগ করেছিল হারেৎজ। কিন্তু দুই দপ্তরের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

২০২৩ সালের ৭ অক্টেবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। পাশাপাশি ২৫০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে তারা।

আকস্মিক এ হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর প্রায় ১৫ মাস অভিযান পরিচালনার পর ২০২৫ সালের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এই ১৫ মাসে গাজায় নিহত হয়েছেন ৪৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

তবে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্য হওয়ায় গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। তারপর থেকে এ পর্যন্ত ১৭ দিনে গাজায় নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।