স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় ৩১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম শাকিবুল হাসান ওরফে আশিক (২৫)। চারঘাটের চকমোক্তারপুর গ্রামে তার বাড়ি।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোবাবর দিবাগত রাত আড়াইটার দিকে শাকিবুলের বাড়িতে এ অভিযান চালায়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। এ নিয়ে শাকিবুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।