স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে দুর্গাপুরে বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যাক্তির নাম শরীফ আলী (২৫)। তিনি পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামের হেকমত আলীর পুত্র।
বুধবার বিকেল সাড়ে চারটায় দুর্গাপুর থানায় আসামীকে হাজির করে মামলা দায়ের করা হয়। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পালি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল,১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি।
জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স-সহ গত ২৯ এপ্রিল মঙ্গলবার রাতে দুর্গাপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন তারা।
এমন সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানার দুর্গম চর থেকে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজি গাড়ি যোগে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মাহাবুব আলম অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্গাপুর থানাধীন পালি বাজার স্থানে মিঠুন নামের এক ব্যাক্তির বাঁশের আড়তের সামনে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করে।
এসময় শরীফকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করা হয়।
এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চত করেছেন দুর্গাপুর থানার (ওসি) দুরুল হোদা।