নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৩৯। ৭ মে, ২০২৫।

নিয়ন্ত্রণ-রেখা বরাবর যেকোনো সময় হামলা চালাবে ভারত: খাজা আসিফ

মে ৬, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারত যেকোনো সময় পাকিস্তানের সীমান্তে হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত সীমান্তে যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা চালালে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করে খাজা আসিফ বলেন, সাম্প্রতিক সময়ে খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও ভারত জড়িত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীরে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানিয়ে বলেন, এ তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা দেশটির কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না।

এদিকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সোমবার (৫ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানান, পাকিস্তানের জাতীয় মর্যাদা এবং জনগণকে সুরক্ষিত করতে তাঁরা যে কোনও আক্রমণের জবাব দিতে প্রস্তুত।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরেই ভারত-পাক সম্পর্ক তলানিতে নেমেছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লী। পাল্টা পদক্ষেপও গ্রহণ করেছে পাকিস্তান। পুরাদস্তুর যুদ্ধ না শুরু হলেও দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে একের পর এক বিষোদগার করে যাচ্ছে। এই সময়ে পাক প্রতিরক্ষামন্ত্রী হামলার আশঙ্কা প্রকাশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: ইকোনোমিক টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।