নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৩৪। ৭ মে, ২০২৫।

২৫০ কোটির পাঠানকে ছারিয়ে গেছে ৩০০ কোটির জাওয়ান সিনেমাটি

আগস্ট ১৮, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ মুক্তি পাচ্ছে আর দু’সপ্তাহ পরে। এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।
চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘পাঠান’। এবার আসছে ‘জাওয়ান’। অ্যাটলি পরিচালিত এই সিনেমাটিকে বলা হচ্ছে শাহরুখের জীবনের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এ সিনেমা তৈরির জন্য নাকি ৩০০ কোটি টাকা খরচ করেছেন শাহরুখ। অনেকের ধারণা, ‘জওয়ান’ এ বছরের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে।

আরব আমিরাতে ইতোমধ্যেই শুরু হয়েছে ‘জাওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং।
এ সিনেমার গানের প্রথম ঝলক নিয়েও দর্শক মহলে উন্মাদনা কম ছিল না। গানের নাম ‘চালেয়া’। রোববার হিন্দি, তামিল এবং তেলেগু— এই তিন ভাষায় গানের ঝলক প্রকাশ করেন শাহরুখ। সঙ্গে তিনি লেখেন, আপনাদের মনে ভালোবাসা জায়গা খুঁজে নেবে।

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’। আবারও নতুন ভাবে নায়ককে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।