নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৫০। ৭ মে, ২০২৫।

তমা মির্জা হাসপাতালে

আগস্ট ১৯, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থতার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দুঃখিত, কারো ফোন ধরা বা কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।’

জানা গেছে, ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে চিন্তিত তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে নায়িকার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

তমা মির্জাকে সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো। এছাড়া চলতি বছরেই অফিসিয়ালি গ্র্যাজুয়েট হন এই অভিনেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।