নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৯:০২। ৭ মে, ২০২৫।

‘গদর ২’র পর এবার সানির নজর ‘বর্ডার ২’ ছবিতে

আগস্ট ২০, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ চলতি বছরের প্রথম দিক থেকে আলোচনায় থেকেছে দেওল পরিবার। প্রথমে সানি দেওলের ছেলের বিয়ে। তার পরে করন জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্রর প্রত্যাবর্তন। এবার ‘গদর ২’ নিয়ে শিরোনামে খোদ সানি দেওল।

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। প্রায় ২২ বছর পরে গত ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গদর ২’। এই ছবির মাধ্যমে বলিউডের খানদেরও টপকে গিয়েছেন সানি। এবার অন্য এক সিক্যুয়েলে নজর অভিনেতার। জানা গেছে, ‘গদর ২’র পর এবার ‘বর্ডার ২’ ছবিতে কাজ করতে চলেছেন সানি দেওল।

‘বর্ডার’ ছবির পরিচালক জেপি দত্তের সঙ্গে ফের জুটি বাঁধছেন সানি। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘বর্ডার ২’ ছবির চিত্রনাট্য।

শোনা যাচ্ছে, গত দু’তিন বছর ধরে ছবি নিয়ে চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। ‘গদর ২’ ছবির সাফল্যের পর অবশেষে ‘বর্ডার ২’ ছবির জন্য সায় দিয়েছেন সানি। খুব শিগগিরই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করতে চলেছেন নির্মাতারা। ছবির প্রেক্ষাপট চূড়ান্ত হওয়ার পরে এ বার চিত্রনাট্য লেখার কাজ শুরু করতে চলেছেন তারা। জেপি দত্ত ও নিধি দত্তের প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘বর্ডার ২’।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিতে সানি দেওল ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা। তবে ‘বর্ডার ২’ ছবিতে কোন অভিনেতাদের দেখা যাবে, তার কাস্ট সাজাতে চাইছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল রেখে অ্যাকশনে ভরপুর ছবি একটি তৈরির ভাবনা রয়েছে জেপি দত্ত ও নিধি দত্তের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।