অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান চাচ্ছেন পাকিস্তানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেন তহবিল প্রদান স্থগিত করে দেয়। বৃহস্পতিবার পিটিআইয়ের চেয়ারম্যান ব্যরিস্টার গওহর আলি খান।
ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের পিটিআই চেয়ারম্যান জানান, ইমরান খান আইএমএফের কাছে চিঠি পাঠানোর পরিকল্পনার করেছেন। তিনি ওই চিঠিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনে কারচুপির বিষয়টি উল্লেখ করতে চান।
পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইএমএফ, ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং সুশাসন আইএমএফের মাপকাঠি।’ আন্তর্জাতিক সংস্থাগুলো যেন গণতান্ত্রিক অনুশীলনের অভাব রয়েছে এমন দেশগুলোর সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকে সেই বিষয়টি উল্লেখ করতে চান ইমরান খান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।